রাবার শিল্প হুমকীর মুখে : হতাশায় গাছ কেটে ফেলছেন বাগান মালিকরা

শাকির আহমদ, মৌলভীবাজার স্বাধীনতা পরবর্তী আশির দশকে ‘সাদা সোনা’ নামে পরিচিত রাবার শিল্প আজ ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে। ওই সময় থেকে রাবারের চাহিদা ও যোগানের সমতা, সরকারের পৃষ্টপোষকতা, উদ্যোক্তাদের আগ্রহ রাবার চাষ প্রকল্প বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। দেশের প্রায় ৭০ হাজার একর ভূমির উপর গড়ে উঠেছিলো সরকারী বেসরকারী অসংখ্য রাবার বাগান। ১৯৮০ সালের দিকে বিদেশ থেকে রাবার আমদানীর বিকল্প হিসেবে উৎপাদনে উৎসাহ দেয়ার অর্ধশতাব্দীর মাথায় আবার এই দেশের সরকার ও উদ্যোক্তা আমদানীনির্ভর হওয়ায় রাবার বাগান মালিকরা চরম হতাশায় ভোগছেন। আর গত ৫ বছর লাগাতার দরপতনে এই হতাশা রুপ নিয়েছে প্রকট আকারে। কেউ … Continue reading রাবার শিল্প হুমকীর মুখে : হতাশায় গাছ কেটে ফেলছেন বাগান মালিকরা